শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে টেলিভিশনে সাক্ষাতকার দেওয়ায় সংখ্যালঘু সম্ভু মাঝিকে মারধর

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মৎস্য জীবি সমিতির সভাপতি সংখ্যালঘু শ্রী সম্ভু মাঝি (৩৮) সম্প্রতি ইন্ডিপেন্ডেট টেলিভিশন তালাশের অনুসন্ধানী প্রতিবেদন ক্ষমতা যার জলা তার, এ সংক্ষান্ত বিষয়ে সাক্ষাত কার দেওয়ায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছে।

জানাগেছে, আজ (১৯ অক্টোবর) শনিবার সকাল ১১ টার দিকে সম্ভুর নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে এসে কোচাশহর বাজারে এ নির্মম নির্যাতন চালানো হয়। শ্রী সম্ভু মাঝি মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের মৃত চৈতা হাওলাদারের ছেলে।

আহত সংখ্যালঘু সম্ভু মাঝির পরিবার জানায়, উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহিন মিয়া (৪৫), কিছু অপরিচিত লোকজন সহ বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে সম্ভু মিয়া গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন সন্ত্রাসীদের কবল থেকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়ে দেয়।

Spread the love