শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

গাইবান্ধা প্রতিনিধি : আশ্রয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভূমিহীন ১৪০ পরিবারকে মাথা গোজার ঠাই হিসেবে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের দক্ষিণ বেতাড়া গ্রামে ওই ৪০ পরিবারের মাঝে বসতঘর হস্তাস্তর করেন  গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলমস, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল কমির সহ স্থানীয় আওয়আমী লীগের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তি ।
এছাড়া উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রামে হতদরিদ্র ভূমিহীন ১শ’ বাঙালী পরিবারকে বসতঘর দেয়া হয়। ভূমি মন্ত্রনালয়ের অর্থায়নে ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে মোট ১শ ৪০টি ঘর নির্মাণ করা হয়। স্থানীয় সংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অসহায় মানুষদের শুধু পূর্ণবাসন নয়, তাদের জীবন মানোন্নয়নে প্রধানমন্ত্রী নির্দেশে সহজ শর্তে ঋণ সহায়তার আশ্বাস দেয়া হয়।
Spread the love