শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক এনামুল হকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রেস ক্লাব গোবিন্দগঞ্জের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি থানা মোড় চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১টায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ওয়ার্কাসপার্টি উপজেলা সম্পাদক এমএ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় সদস্য ও কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন আকন্দ।

আরো বক্তভ্য রাখেন বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন মন্ডল, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, প্রেসক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি প্রভাষক শাহ মো. রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ আবু সাঈদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সুমন সরকার, আবু রাকিব, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমানও মোস্তাক আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক এনামূল হকের ওপর বর্বরোচিত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। অপরদিকে, প্রেসক্লাব গোবিন্দগঞ্জ চত্ত্বরে সচেতন নাগরিক সমাজ একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন হাসান মাসুদ, আসাদুল ইসলাম আসাদ, সাব্বির হোসেন, শামীম হোসেন, সাগর ও সুমন মিয়া প্রমুখ।

Spread the love