শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গ্রামীণ ফোনের থ্রি জি সেবার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে-দিনাজপুর জেলা প্রশাসক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, গ্রামীণ ফোনের থ্রি জি সেবার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। তাই দিনাজপুর সহ দেশের সার্বিক উন্নয়নে গ্রামীণ ফোনের থ্রিজি ইন্টারনেট সেবার ভুমিকা অপরীসিম।

দিনাজপুরে গ্রামীণ ফোনের থ্রিজি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী একথা বলেন।

গতকাল রোববার দিনাজপুর বড় ময়দানে গ্রামীণ ফোন থ্রিজি সেবা’র উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ফোন হেড অব বগুড়া রিজিওন পার্থ প্রতিম ভট্টাচার্য্য এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম, গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার মোস্তফা আমির মেশকাত, গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার আনিসুল আশেকীন, গ্রামীণ ফোনের সেন্টার ম্যানেজার মোঃ সফিউল আলম সরকার, গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউটর রোটারিয়ান মোঃ শামীম কবির প্রমুখ। অনুষ্ঠানে গ্রামীণ ফোন হেড অব বগুড়া রিজিওন পার্থ প্রতিম ভট্টাচার্য্য জানান, এখন থেকে থ্রিজি’র আওতায় থাকা এলাকার গ্রাহকগণ গ্রামীণ ফোনের থ্রিজি প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ৫১২ কেবি/সে গতির অধিনে ৭৫ মেগাবাইট স্টার্টার প্যাকেজের দাম ৫০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ২ জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৪০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ৮০০ টাকায় স্মার্ট প্লান যার অর্ন্তভুক্ত থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশী ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আনলিমিটেড মাসিক প্যাকেজ ( ৮ জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি) ৯৫০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। ১ এমবি/ সে গতির অধীনে ২ জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৭০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ১১০০ টাকায় স্মার্ট প্ল্যান যার অর্ন্তভুক্ত থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবিরপর ফেয়ার ইউসেজ পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশী ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ (৮ জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি) ১২৫০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। গ্রামীণ ফোনের থ্রিজি সক্ষম নম্বরে ভিডিও কল করতে খরচ হবে প্রতি মিনিট ১.২০ টাকা (১০ সেকেন্ড পালস)। অন্যান্য অপারেটরে ভবিষ্যতে ভিডিও কল করা যাবে। আশা করা যাচ্ছে যে এপ্রিল মাসের মধ্যে সকল জেলা শহর থ্রিজি’র আওতায় চলে আসবে। দেশের বৃহত্তম অপারেটর গ্রামীন ফোনের ৪ কোটি ৭০ লক্ষ্য এর বেশি গ্রাহক আছে এবং প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা দিয়ে আসছে। সম্প্রতি ২১০০ মেগাহার্টজ ব্যান্ড ১০ মেগাহার্টজ থ্রিজি তরঙ্গ লাভ করার পর গ্রামীণ ফোন এই থ্রিজি সেবা চালু করলো।

Spread the love