শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংক এর চাকুরীচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি: ড. মুহাম্মদ ইউনুস অন্যায়ভাবে সুকৌশল অবলম্বন করে গ্রামীন ব্যাংকের প্রায় ৮৫শত কর্মকর্তা-কর্মচারীকে চাকুরীচ্যুত করার ফলে তারা মানবতার জীবনযাপন করছে। এব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এবং স্ব-স্ব পদে চাকুরীতে পূর্ণবহাল করার আবেদন রেখে জাতীয় সংসদ সদস্য- সদর ইকবালুর রহিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

গ্রামীন ব্যাংক নির্যাতিত চাকুরীচ্যুত ও বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদ দিনাজপুর যোন এর সভাপতি মোঃ আব্দুল কাদেরের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, আমরা গ্রামীন ব্যাংকের ৮৫শত কর্মকর্তা-কর্মচারী ড. মুহাম্মদ ইউনুস কর্তৃক বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতনের শিকার এবং অন্যায়ভাবে সুকৌশল অবলম্বন করে আমাদেরকে বাধ্যতামূলক অবসর ও চাকুরীচ্যুত করেছে। আমাদের গণতান্ত্রিক অধিকারকে কবর দিয়েছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণতন্ত্রের মানস কন্যা, ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার, দেশরত্ন জননেত্রী ও অসহায় মানুষের আশ্রয়দাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন করছি, তিনি যেন এইসব নির্যাতিত অবসর প্রাপ্ত, চাকুরীচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে বাঁচার অধিকার নিশ্চিত করবেন এবং আমাদেরকে গ্রামীন ব্যাংকের স্ব-স্ব পদে চাকুরীতে পূণঃ বহাল করে করে স্ব-পরিবারে সুন্দরভাবে জীবন-যাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Spread the love