বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : কনকনে শীতের মধ্যেও হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে নামে দূর-দূরান্তের মানুষের ঢল। হাজার হাজার দর্শকের করতালিতে মুখর হয়ে উঠে উৎসবের ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠ। এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ৬০টি ঘোড়া অংশ নেয়।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হিরা মনি স্টার ক্লাব এ ঘোড়দৌড় উৎসবের আয়োজন করে।   ঘোড়দৌড় প্রতিযোগিতায় রংপুরের তারাগঞ্জ উপজেলার মহসিন আলী প্রথম ও নীলফামারী জেলার ডোমার উপজেলার বাবু আক্তার ২য় স্থান লাভ করে। পরে স্থানীয় সমাজ সেবক ফেরাসউদ্দিন প্রধান অতিথি হিসাবে তাদের হাতে পুরস্কারের এলইডি টিভি তুলে দেন।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে খোলা মাঠে উপস্থিত হয়েছিল আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে কনকনে শীতকে উপেক্ষা করে দুপুরের পরই হাজির হয়েছিল প্রতিযোগিরা। খেলা শুরুর আগেই পুরো এলাকায় হয়ে পড়ে লোকারণ্য। বিকেলে শীতের মধ্যে শুরু হয় এ উৎসব।   
আয়োজকরা আশা করে বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এ খেলা আয়োজন করবে তারা। আয়োজনে অনেক কষ্ট হলেও মানুষকে আনন্দ দিতে পেরে খুশি আয়োজকরা। 

Spread the love