বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঘরে থাকুন সচেতন হন, করোনা প্রতিরোধ করে নিজে বাচুন, অপরকে বাঁচান-হুইপ ইকবালুর রহিম এমপি

সাহেব, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে ব্যাপক তৎপরতা শুরু করেছে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্য কর্মকর্তাদের ভাল করে চিকিৎসা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি ডাক্তার ও  স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই প্রদান করেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় সাহসিকতার সাথে চিকিৎসা সেবা দেয়ার জন্য ডাক্তার নার্স ও চিকিৎসা সেবা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হুইপ ইকবালুর রহিম এমপি। এ দিকে দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, মাড়া মহল্লায়, বস্তিগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে তিনি শাবান, মাস্ক, হ্যান্ড, স্যানিটাইজার সহ অসহায় ও দরিদ্রদের মাঝে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাধ্যমে ঘরে খাবার চালসহ পৌছে দিচ্ছেন। এ ছাড়া হুইপ ইকবালুর রহিম এমপি শহরের বিভিন্ন স্থানে শাবান দিয়ে হাত ধোয়ারও ব্যবস্থা করেছেন। এ সময় ইকবালুর রহিম এমপি বলেন, সতর্কতায় পারে করোনা ভাইরাস মোকাবেলা করতে। তিনি দিনাজপুর তথা দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, আপনারা ঘরে থাকেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাস মোকাবেলায় সার্বক্ষনিক মনিটরিং করছেন। ইনশাল্লাহ খুব শ্রীঘ্রই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসবে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। অসহায় ও দরিদ্র তথা দেশের মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আছেন ও থাকবেন। তিনি সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকান্ডের প্রশসংসা করেন। এ ছাড়া তিনি শহর পরিস্কার করার জন্য ব্লিচিং পাউডার দিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে জীবানুনাশক স্প্রে করার ব্যবস্থা করেছেন।

Spread the love