শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঘাম থেকেও বিদ্যুৎ তৈরী !

সিনেট প্রযুক্তিবিষয়ক সাইটে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ওই বায়োসেন্সরগুলো দেখতে অস্থায়ী ট্যাটুর মতো। আর ওই সেন্সর থেকে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে সেটাও বেশ দুর্বল। ফলে, এই প্রযুক্তি এখনও প্রায়োগিক ব্যবহারের উপযোগী নয়।

ঘামের সঙ্গে যে রাসায়নিক উপাদান বেরিয়ে আসে সেগুলো থেকেই বায়োপ্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ শক্তি সংগ্রহের জন্য ২ থেকে ৩ মিলিমিটারের ইলেকট্রোডের বায়োব্যাটারি তৈরি করেছেন গবেষকরা।

ঘাম থেকেও বিদ্যুৎ তৈরী !

ঘাম থেকেও বিদ্যুৎ তৈরী !

এই প্রযুক্তিতে মাত্র ৪ মাইক্রোওয়াট বিদ্যুৎ তৈরি করতে পেরেছেন গবেষকরা, যা একটি হাতঘড়ি চালানোর জন্য প্রয়োজনীয় শক্তির অর্ধেকেরও কম। তবে শীঘ্রই একটি স্মার্টফোন চার্জ করার জন্য যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ তৈরি করা সম্ভব হবে বলে দাবী করেছেন তারা।

“এখন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে তা খুব বেশি নয়। তবে আমরা এই প্রযুক্তিকে ছোট ছোট ইলেকট্রনিক ডিভাইস চার্জের উপযোগী করতে গবেষণা চালাচ্ছি।”–বলেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগোর পোস্টডক্টোরাল শিক্ষার্থী ওয়েনঝাও জিয়া।

Spread the love