শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রাবি শিক্ষদের মানববন্ধন

সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ঃ
দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে রাজশাহী
বিশ্ববিদ্যালয়ে  মানববন্ধন করেছে ১৮ দলীয় জোট সমর্থিত শিক্ষক,
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট
ভবনের সামনে  এ কর্মসূচি পালন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাবির ১৮ দলের সমন্বয়ক প্রফেসর
রফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ উন্মুক্ত
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এম আব্দুর রাজ্জাক, রাবির শিক্ষক
সমিতির সভাপতি প্রফেসর ড. মু. আজহারুল ইসলাম, সাদা দলের আহ্বায়ক প্রফেসর
ড. শামসুল আলম সরকার, সামাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুর রহমান
সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য প্রফেসর নজরুল ইসলাম কলা
অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুল হাই তালুকদার, আরবী বিভাগের প্রফেসর ড.
মো. নিজাম উদ্দীন, সাদা দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. এনামুল হক,
প্রণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. হাবীবুর রহমান, সমাজকর্ম বিভগের
বিভাগের প্রফেসর ড. সৈয়দা আফরীনা মামুন, কর্মচারী ইউনিয়নের সাধারন
সম্পাদক রহিদুল ইসলাম, মোনয়ার হোসেন উত্তপল, বজলুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তরা সরকার ক্ষামতয় টিকে থাকার জন্য তত্ত্ববধায়ক সরকার
ব্যবস্থা বাতিল করেছে বলে অভিযোগ করেন। এসময় তারা অবিলম্বে নির্বচনী
তফসিল বাতিল ও নির্দলীয় সরকার পূর্ণবহালের দাবি জানান।

Spread the love