শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে আদর্শ প্রি-ক্যাডেট স্কুল ও বিদ্যানিকেতনে ডিজিটাল হাজিরা

মোঃ শফিকুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের ঘোড়াঘাটের খ্যাতিনামা বিদ্যাপিঠ রাণীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুল ও আদর্শ বিদ্যানিকেতনে নেটিজেন আইটি লিঃ এর কারিগরী সহায়তায়  ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থীর হাজিরা নেয়া হচ্ছে। ডিজিটাল সিস্টেম চালু হওয়ায় খুশি ঔ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। বিদ্যালয়ের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিন জানান ২০১৮ইং সালের জানুয়ারী থেকে বিদ্যালয়ের প্লে-দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নেয়া হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। এই পদ্ধতির  ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রস্থানের  ক্ষুদে বার্তা পৌছে যাবে অভিভাবকদের মোবাইল ফোনে। তিনি আরো জানান এই বিদ্যালটির প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটার হাজিরার জন্য একটি বিশেষ ডিজিটার পরিচয় পত্র সরবরাহ করা হবে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা আঙ্গুলের ছাপ কার্ড পাঞ্চ করে ক্লাসে প্রবেশ এবং ছুটির সময় অনুরুপ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের স্কুল ফাকি দেওয়ার প্রবনতা কমে আসবে। অভিভাবকরা তাদের সন্তাদের স্কুলে পাঠিয়ে কিংবা বাড়ী ফেরা নিয়ে যে উৎকণ্ঠায় থাকতো এর অবসান হবে। উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, সমাপনী,জেএসসি, এসএসসিতে তা প্রতি বছর উপজেলার মধ্যে ফলাফলে শীর্ষ স্থান অর্জন সহ মান সম্মত পাঠ দানের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ছাড়াও প্রতিষ্ঠানটির শ্রেণী কক্ষসহ গুরুত্বপূর্ন স্থানে ২৯টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা উপজেলায় বিরল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ ছাত্তার সরকার জানান সরকারের ডিজিটাল উন্নয়নের ধারাহিকতা এখন শিক্ষা সেক্টরে বেশ সাড়া জাগিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে হাজিরার ব্যবস্থা উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও চালু করা হলে সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে।

Spread the love