শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে গাছের সাথে শক্রতা

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে  পূর্ব শক্রতার জের ধরে দূর্বৃত্তরা ৫’শ ফল সম্ভাবনা আম গাছ কেটে ফেলেছে। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। বুধবার ভোর বেলা ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আলহাজ্ব তসলিম উদ্দিন পৈত্রিক সূত্রে প্রাপ্ত বেলওয়া মৌজার এস,এ ৩২৮ নং খতিয়ান ভুক্ত ২৯৫১, ২৯৫২, ২৯৫৩ নং দাগে ১.৩৬ একর জমির একটি আম বাগানে এ গাছ কর্তনের ঘটনা ঘটে। বাগানের মালিক তসলিম উদ্দিন  জানান, দুই বছর আগে ১.৩৬ একর জমিতে আম বাগান গড়ে তুলি। এ বাগানে প্রায় ৫’শটি বিভিন্ন প্রজাতির কলম জাতীয় আম গাছ রয়েছে। যাতে এ বছর ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব শত্র“তার জের ধরে বেলওয়া গ্রামের সাকিলা হাসদা গংরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার বাদী রুবিয়া খাতুন অভিযোগ করে বলেন সাকিলা হাসদা এ জমি দাবি করিলে মামলার উদ্ভব হয়। যার আদালতে মামলা নং- ৫৭/৭ ও বাটোয়ারা মামলা নং- ২৮/১৪। এ বিষয়ে ভেলাইন গ্রামের সমেস উদ্দিন ও আসাদুলকে জিজ্ঞাসা করলে তারা জানান, মামলা সংক্রান্ত জেরে সাকিলা হাসদা গংরা গাছগুলো কেটে ফেলেছে।

Spread the love