শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ দিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা আয়োজন করেছে। উপজেলার রামপুরা যুব সমাজ বন্ধু সংগঠন এই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার বেলা ২টায় ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য ১১ দিনাজপুর-৬ আসনের মোঃ শিবলী সাদিক এম.পি। শুক্র, শনি ও রবিবার বেলা ২টা থেকে এই খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ ঘোড়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাফে খন্দকার শাহানশাহ্্, সভাপতিত্ব করবেন ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মন্ডল, সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন রামপুরা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ তাসিকুর রহমান (সানু চৌধুরী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, ঘোড়াঘাট পৌর মেয়র মোঃ আব্দুস সাত্তার মিলন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, রামপুরার বিশিষ্ট সমাজ সেবক জামিলুল করিম (বাবু), ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম, ঘোড় দৌড় প্রতিযোগিতায় দূর-দূরান্ত থেকে পায়ে হেটে ও যানবাহনে প্রায় ১০ হাজার নারী-পুরুষ ও শিশুরা ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসেন। দৌড় বাজরা ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নিবেন। শুধু পুরুষ্কারের আশায় নয় ঐতিহ্যবাহী এ খেলাটিকে টিকে রাখার জন্য তারা অংশ নিবেন। সংগঠনের সভাপতি শাহ্্জাহান মন্ডল জানান, আমাদের উপজেলার নাম ঘোড়াঘাট। এক সময় এই ঘোড়াঘাটে প্রচুর ঘোড়া ছিল এবং ঘোড় দৌড় প্রতিযোগিতাও হয়েছিল। কাল ক্রমে বা সমকয়ের আবর্তনে তা বিলুপ্ত প্রায় ছিল। আমরা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। অনেক ত্যাগ তিতিক্ষার পর আজও আমরা পিছপা হইনি। এ বছরও এ প্রতিযোগিতার আয়োজন করেছি। শত বছরের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রিিতযোগিতা। এ ঘোাড় দৌড় প্রতিযোগিত দেখতে দেশের দুর-দুরান্ত থেকে হাজার হাাজার দর্শক জনতা ভিড় করে ঘোড় দৌড় মাঠে। স্থানীয়রা জানান, শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে অন্যান্য বছরের ন্যায় এ বছরও উপজেলা সিংড়া ইউনিয়নের রামপুর (টুবঘুরিয়া) মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঘোড় দৌড় প্রতিযোগিতায় ২০-৩০টি ঘোড়া অংশ গ্রহণ করবে।

Spread the love