শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বাড়ছে কচুর লতি চাষ কমছে ভুট্টা বোরো

মোঃ ফরিদুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে কচুর লতি চাষে বিপ্লব ঘটাচ্ছে উপজেলার সিংড়া ইউনিয়নের চাঁদপাড়া আদর্শ সবজি উত্পাদনকারী দল৷ চাঁদপাড়া সহ আশপাশ গ্রামের যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ৷ কৃষানীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে কচুর লতি উত্তোলনে৷ সঠিক পরিচর্যায় কচুর লতি চাষ করে এখন লাভের মুখ দেখছে ওই ক্লাবের সদস্য সহ আশপাশের গ্রামের কচুর লতি চাষীরা৷ হাতে আসতে শুরু করেছে হাজার হাজার টাকা৷ বর্তমানে চাদপাড়া আদর্শ সবজি উত্পাদনকারী দলের কচুর লতি চাষে সাফল্য দেখে আশপাশের গ্রামের অনেক কৃষকই কচুর লতি চাষে আগ্রহ প্রকাশ করছে৷ চাঁদপাড়া আদর্শ সবজী উত্পাদনকারী দলের সভাপতি সুজন চন্দ্র মন্ডল জানান, মাত্র দু’বছর আওে চিন্তা করতে পারিনি কৃষি পেশা ধরে রাখতে পারব৷ কিন্তু আজ তিনি খুবই আত্মবিশ্বাসী৷ তিনি বলেন, মূলত ২০০০ সালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডানিডা প্রজেক্টে আইসিএম ক্লাব দিয়ে তাদের যাত্রা শুরু৷ সে সময় ঘোড়াঘাট উপজেলার কৃষি সম্প্রসারণ দপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করেন তারা৷ উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) মমদেল হোসেনের নিরলস প্রচেষ্টায় চাঁদপাড়া আইসিএম ক্লাবটি তখন থেকেই সবজি চাষে বিপ্লব ঘটাতে থাকে৷ ২০১২ সালে ঘোড়াঘাট এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জরিপ, সাক্ষাত্কার ও পর্যালোচনার মাধ্যমে লাউ চাষ নিয়ে দল গঠন করা হয়৷ উত্পাদিত লাউ কালেকশনের সেন্টারের মাধ্যমে তারা বিক্রি শুরু করেন৷ কৃষকরা উত্পাদিত লাউ ক্লাবে একত্রিত করেন এবং বিভিন্ন স্থানে বাজারের দামের উপর ভিত্তি করে পাইকারের কাছে বিক্রি শুরু করেন৷ ১ম বত্সর ১৮জন কৃষক ৮বিঘা লাউ চাষ করে ১ লাখ ১০ হাজার ৪’শ ৯টাকায় লাউ বিক্রি কনে৷ এতে লাউ চাষে ব্যয় হয় ৩৬ হাজার ৫’শ ১টাকা৷ চাদপাড়া আদর্শ সবজি উত্পাদনকারী দরে সবজি চাষে ২০১২ সাল থেকে প্রসার ঘটতে থাকে৷ দলটি শুধু লাউ চাষের মধ্যে সীমাবদ্ধ না থেকেই ঘোড়ঘাট এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরামর্শে ২০১৪ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় কচুর লতি চাষ দেখতে যায়৷ ওই বছরই তারা প্রথম চাদপাড়ায় কচুর লতি চাষ শুরু করে৷ প্রথম বছরই কচুর লতি চাষে প্রচুর লাভবান ছিল তারা৷ ফলে চলতি বছর চাদপাড়া আদর্শ সবজি উত্পাদন ছাড়াও আশপাশ গ্রামের অনেক কৃষকই কচুর লতি চাষে আগ্রহ প্রকাশ করছে৷ চলতি বছর ৬২ জন দলের ২৫-৩০ জন বাইরের কৃষক কচুর লতি চাষ করেছে৷ জমির পরিমান দাড়িয়েছে ৩০ থেকে ৪০ বিঘা৷ এই মৌসুমে কচুর লতি বিক্রির টার্গেট ধরা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা৷ রবিবার চাদপাড়া সবজি উত্পাদনকারী দলের আয়োজনে ঘোড়াঘাট এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ঋষিঘাট নইমুদ্দিনের মোড় দলের নির্ধারিত কালেকশন সেন্টারে মাঠ দিবস অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়৷ লতি জাতের এ কচুর লতি এ উপজেলার জন্য উপযোগি বলে মাঠ দিবসে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট এডিপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন৷ কৃষি সম্প্রসারন বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা (বি,এস) মমদেল হোসেন, ঘোড়াঘাট এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এগ্রিকালচার প্রজেক্ট ম্যানেজার আনিসুর রহমান খান৷ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দলের বকুল চন্দ্র সরকার৷

Spread the love