মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বেগম রোকেয়া দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ ফরিদুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার,  ঘোড়াঘাট,দিনাজপুর : গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঘোড়াঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস/১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে জয়িতা অন্বেষনা বাংলাদেশ, ঘোড়াঘাট উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেসরকারী সংস্থা পল­ী শ্রী, ওয়ার্ল্ড ভিশন, সুপথ, এন,ডি,এফ, এ্যাকশন এইড, ডাবি­উ সিডিবি এর সহযোগিতায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু তছলিম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখছানা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, রসিনা সরেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি জয়িতা অন্বেষন বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ ক্যাটাগরীতে মোছাঃ সাফিয়া বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে শিউলী রানী মহন্ত, সফল জননী নারীর ক্ষেত্রে রুশিনা সরেন, নির্যাতনের বিভীষিকা ক্যাটাগরিতে মোছাঃ রিনা আক্তার, সমাজ উন্নয়ন ক্ষেত্রে মোছাঃ কল্পনা বেগমকে জয়িতাদের অর্থনৈতিক সম্মাননা পত্র ও ক্রেষ্ট প্রদান করেন।

Spread the love