শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ভুল চিকিত্সায় ৬টি গরুর মৃত্যু

ইফতেখার আহমেদ খান বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ভুল চিকিত্সা দিয়ে ৬টি গরুমেরে ফেলল পশু হাসপাতালের বি,এফ,এ আনিসুর রহমান৷ জানা যায়, ঘোড়াঘাট পশু হাসপাতালের বি,এফ,এ আনিসুর রহমানের ভুল চিকিত্সায় ৩ ল টাকা মুল্যের ৬টি গরুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে৷ গতকাল বুধবার সকালে ঘোড়াঘাট উপজেলা প্রাণি সম্পদ অফিসের বি,এফ,এ, আনিসুর রহমান, সে উপজেলার হায়দারনগর গ্রামের ইমরান খানের ৬টি গরুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ইনজেকশন পুশ করেন৷ ওই মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ইনজেকশন করার পর থেকেই গরুগুলোর মুখ দিয়ে লালা পড়া শুরু হয়৷ এর এক পর্যায়ে ২/৩ঘণ্টার মধ্যেই গরুগুলোর মৃত্যু ঘটে৷ এ ব্যাপারে ইমরান খান বাদী হয়ে ঘোড়াঘাট থানায় অভিযোগ করলে পুলিশ মৃত্যু গরুগুলোর এক টুকরো করে মাংস কেটে দিনাজপুর মর্গে প্রেরণ করেছে পরীক্ষা নিরীক্ষার জন্য৷ ডাক্তারী পরীক্ষা শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলে থানা থেকে জানানো হয়৷

Spread the love