শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

ফরিদুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার, ঘোড়াঘাট : দিনাজপুরে কাজের মাঝে শিশু করবে, মায়ের দুধ পান সবাই মিলে সবখানে করি সমাধান। এই শ্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এডিপি নবকলি প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ঘোড়াঘাট-এর যৌথ উদ্যোগে ৪টি ইউনিয়নে মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন করা হয়।

 

উক্ত সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য সহকারী কমিউনিটি হেল্থ সার্ভিস প্রোভাইটার ও বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ। র‌্যালী শেষে আলোচনা সভায় মায়ের দুধের প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর ব্যাপক আলোচনা করা হয়। এবং ০-৬ মাস বয়সের সকল শিশুকে শুধু মাত্র বুকের দুধ এবং ৬ মাসের পর থেকে বাড়তি খাবার খাওয়ানোর প্রতিস্রুতি গ্রহন করা হয়। ০৪টি ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক মায়েদেরকে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা ও গুরুত্বের বার্তাগুলি প্রদান করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবকলি প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, হেল্থ প্রেগ্রাম অর্গানাইজার মোঃ কামরুজ্জামান ও সজল মৃধা।

Spread the love