শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে মুক্তি পেলো ‘শেখ হাসিনা অ্যা ডটারস টেল’

চট্টগ্রামে আজ থেকে মুক্তি পেলো  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ‘অ্যা ডটারস টেল চলচ্চিত্র।  আজ শুক্রবার সকাল ১১ টায় নগরীর ফিনলে স্কয়ারের সিনেপ্লেক্সে প্রদর্শনী শুরু হয় বহুল প্রত্যাশিত ডকু-ড্রামা শেখ হাসিনা: অ্যা ডটারসটেল। ৭০ মিনিট দৈর্ঘের এই তথ্যচিত্রে শেখ হাসিনাকে একজন মমতাময়ী মা, স্নেহময়ী বোন এবং দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে। একজন নেত্রী ও একজন যোগ্য বঙ্গবন্ধুর কন্যা হয়ে উঠার এই পথটা কতটা কঠিন ও সংগ্রামের সেটিই ফুটে উঠেছে।

উদ্বোধনী শো টি দেখতে  ফিনলে স্কয়ারের সিনেপ্লেক্সে উপস্থিত ছিলেন  রেলপথ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সহ বেশ কজন  রাজনীতিবিদ, পেশাজীবি নেতা ও বিশিষ্টজনরা। বিপুল আগ্রহ নিয়ে ৭০ মিনিট দৈর্ঘের এই তথ্যচিত্র দেখতে এসেছেন তরুণরাও। সিনেপ্লেক্স সিলভার স্ক্রীনের দুটি হল  প্লাটিনাম ও টাইটিনিয়ামে যথাক্রমে সকাল ১১ টা ও রাত ৯ টায়  আগামী ১ সপ্তাহ চলবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ‘অ্যা ডটারস টেল চলচ্চিত্রটি।

Spread the love