শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চতুর্থ দিন শেষে চাপে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে চাপের মুখে বাংলাদেশ। শ্রীলঙ্কার ২০০ রানের লিডের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮১ রান তুলতেই ৩ উইকেট খুয়েছে স্বাগতিক বাংলাদেশ। সারাদিন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের আতঙ্কে ভোগার পর ব্যাট করতে নেমে সুবিধাই করতে পারলো না তামিম-মুশফিকরা। ম্যাচের চতুর্থ দিন শেষে ১১৯ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে আছে ৭ উইকেট। এর আাগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বরাবর ২০০ রানের দাঁড়া লিড হয়। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েসকে নিয়ে তামিম ইকবাল ৫০ রান তুললেও দিনের শেষটা বাজেই হলো। দলীয় ৮১ রানে টপঅর্ডারের ৩টি উইকেট হারিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুমিনুল হক।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গে ৫০ রান যোগ করেন ইমরুল কায়েস। তবে দলীয় ৫৪ রানে দিলরুয়ান পেরেরাকে খেলতে গিয়ে ব্যক্তিগত ১৯ রানে চান্দিমালকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ইমরুল। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারলেন না তামিমও। লাকসান সান্দাকানের বলে ব্যক্তিগত ৪১ রানে আউট হন তিনি। প্রথম ইনিংসের মতো এবারও শেষ বিকেলের আফসোস হয়ে থাকলেন মুশফিকুর রহিম। তবে ওই ইনিংস ৯২ রান আসলেও এদিন শেষ ওভারের পঞ্চম বলে রঙ্গনা হেরাথের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

Spread the love