শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চারদিকে উৎসবের আমেজ, ধাক্কাধাক্কি হতেই পারে

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার বিষয়ে মন্তব্য করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভোটের সময় ঘনিয়ে আসায় চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। বাধভাঙা জোয়ারের মতো মানুষ আসছে। এই সময়ে ধাক্কাধাক্কি হতেই পারে।
শুক্রবার তেজগাঁওয়ের আরজতপাড়ায় নির্বাচনি গণসংযোগ করেন আসাদুজ্জামান খাঁন কামাল। গণসংযোগ চলাকালে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
ওই বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি যখন আসছিলাম, চতুর্দিক থেকে মানুষ, একটা উৎসবের আমেজে, বাধভাঙা জোয়ারের মতো মানুষ চলে আসছে। এই বাঁধভাঙ্গা মানুষের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে সেটাও আপনারা দেখেছেন। এই ধরনের ধাক্কাধাক্কি হতে পারে, এটা যদি বেশি হয়ে থাকে, তাতে যদি কোনো উদ্দেশ্য থাকে, তদন্তের পর আমরা বলতে পারব।
তবে, নির্বাচনকে সামনে রেখে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচারে নেমেছেন আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার দ্বিতীয় দিনের প্রচারণায় তিনি আসেন আড়জতপাড়ায়। মহাখালী-শাহীনবাগ, আড়জতপাড়াসহ তেজগাঁওয়ের আওয়ামী নেতাকর্মীদের মধ্যে এসময় উৎসবের আমেজ বিরাজ করে। তবে রাস্তা ছোট হওয়ায় ধাক্কাধাক্কির মুখ পড়তে হয় সাংবাদিকদের। বিপুল সংখ্যক মানুষের ভিড়ে স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে গণসংযোগ চালাতে বেগ পোহাতে হয়।
ড. কামালের ওপর হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আগেই বলেছি, মানুষ রাস্তায় নেমে এসেছে। এখন কে কোথায় কী করেছে, এগুলো তদন্তের আগে আমরা কিছু বলতে পারব না। আমি মনে করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা, কেউ কারো ওপরে অ্যাটাক করার বিষয়ে তিনি মানা করে দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা যথাসাধ্য সেটা চেষ্টা করছেন।
ধাক্কাধাক্কির কথা বলা হয়নি, সুস্পষ্টভাবে গাড়ি ভাঙচুরের কথা বলা হয়েছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেখুন আমরা বলছি, এটা তদন্তের আগে আমরা বলতে পারব না। কারণ আপনারা দেখেছেন বিএনপির যারা নমিনেশন বঞ্চিত, তাদের অফিস ভাঙচুরও দেখেছেন। তাদেরকে জামাটামা ছিড়ে দিয়েছে সেটাও তো দেখেছেন। এখন এটা কেন হয়েছে আমরা না জেনে বলতে পারব না।
Spread the love