শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ॥ ‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমূলক পরিবেশ পেলে’ প্রতিপাদ্য নিয়ে চিরিরবন্দরে উপজেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার সকাল ১০টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন  করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান লায়লা বানু। বিকেল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন। এসময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার হুমায়ুন কবির, প্রফুল্ল কুমার বর্মণ, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তারিরা বেগম, মতিয়ার রহমান সিদ্দিকী, মেনহাজুল ইসলামসহ উপজেলার ১২টি ইউনিয়নের ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৪৮টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।

Spread the love