মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে আমন ধান চাষে ওসিপি মিশ্র সারের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রোপা আমন ধান চাষে ওসিপি মিশ্র সারের শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে চিরিরবন্দর উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ (আইএফডিসি) ডা: শাহারুখ আহম্মেদ ও অতিরিক্ত কৃষি অফিসার রকিবুজ্জমান।

স্বাগত বক্তব্য দেন তেঁতুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফণি ভূষন রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী। প্রশিক্ষণে তেঁতুলিয়া ইউনিয়ন কৃষি ব্লকের ২৫ জন কৃষক কৃষাণী ও পাঁচজন খুচরা সার-বীজ ব্যবসায়ীসহ সর্বমোট ৩০ জন কৃষক অংশ নেন।

Spread the love