শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গবাদি পশুর রোগ নির্মুলে নিবিড় টিকাদান

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলের লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিবিড় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ টিকাদান কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তর। কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রংপুর অঞ্চলের বিভাগীয় উপ-পরিচালক ডা. শেখ মো. আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শাহিনুর আলম, ভেটেরিনারী সার্জন ডা. মোছা. মৌসুমি আখতার, প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু ছাঈদ। অনুষ্ঠানে কর্মসূচিতে ৩ শতাধিক ছাগল ও ভেড়ার শরীরে পিপিআর রোগ নির্মুলে টিকা দেয়া হয়।

Spread the love