শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে চলো বই পড়ি, এক্ষুনি…!

Chirirbondorমোছা. সুলতানা রফিকুল, চিররবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে চলো বই পড়ি, এক্ষুনি.. .. এ শ্লোগানে গত ১০ মে শনিবার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, গল্পবলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি কোয়ালিটি প্রাইমারী এডুকেশন প্রোগ্রাম ক্লাষ্টার ভিত্তিক বিদ্যালয় পাঠাগার কার্যক্রমের অংশ। অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং সহযোগিতা করেন প্ল্যান ইনটারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রো্গ্রাম ইউনিট। প্রতিযোগিতায় তেঁতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৈকুন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বৈকুন্ঠপুর অধিকারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে তেঁতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদা আখতারী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইয়াকুব আলী। এ সময় প্ল্যান ইনটারন্যাশনাল বাংলাদেশ’র কিউপিই প্রোগ্রামের পিসি হামিদুন নেছা, জেএসকেএস’র এসআইপি প্রোগ্রামের পিসি সাজ্জাদ হোসেন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন।

 

Spread the love