শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দিনব্যাপি তথ্যমেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে  ৮ জুলাই সোমবার দিনব্যাপি তথ্যমেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এ তথ্যমেলা ও অলিম্পিয়াডের অনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল ইসলাম, উপজেলা প. প. কর্মকর্তা ডা. আজমল হক, সমাজসেবা অফিসার মইনুল ইসলাম, হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু, আরটিআই কেন্দ্রিয় সমন্বয়কারী মাহমুদ হাসান রাসেল, আরটিআই জেলা কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ, তথ্যমেলা ও অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও সাংবাদিক ওএফএম মোরশেদ উল আলম, সদস্য সচিব ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের স্টল পরিদর্শন করেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

Spread the love