শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দু’কাপড় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে সরকারিভাবে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ রয়েছে। চিরিরবন্দরে সরকারি এ আদেশ অমান্য করে দোকান খোলা রাখার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক দু’কাপড় ব্যবসায়ীকে জরিমানা করেছে। গতকাল ৩ এপ্রিল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাণীরবন্দর বাহাদুরবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান। এসময় রাণীরবন্দরের বাহাদুরবাজারের সিয়াম ক্লথ ষ্টোরকে ৫হাজার টাকা এবং আউয়াল গার্মেন্টস্কে ২হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান জানান, ২৬ মার্চ থেকে নির্দেশনানুযায়ী ওষুধের দোকান, কাঁচামালের দোকান (দুপুর ১টা পর্যন্ত) ব্যতিত সকল ধরণের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার কারণে ওই কাপড়ের দোকান দু’টি ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Spread the love