শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করলেন ভুটানের প্রধানমন্ত্রীর শিক্ষক ডা. খাদেমুল ইসলাম

হুমায়ুন কবীর ॥ রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক ২০২১ প্রাপ্ত, দেশের প্রখ্যাত চিকিৎসক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এম আমজাদ হোসেনের নেতৃত্বে দিনাজপুর চিরিরবন্দরে দ্বিতীয় ধাপে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেয়েছেন হাজারো রোগী। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা প্রদান ছাড়াও বিনামূল্যে সেবা, ঔষধ এবং পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগও পান রোগীরা।
দিনাজপুর চিরিরবন্দর আমেনা বাকী কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় ধাপের দিন ব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অধ্যাপক ডা. আমজাদ হোসেনসহ ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। দ্বিতীয় ধাপের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ল্যাব এইড হাসপাতালের চীফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম খাদেমুল ইসলাম। উল্লেখ্য, ডা. খাদেমুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক থাকা অবস্থায় তার ছাত্র ছিলেন বর্তমান ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। অন্যান্যদের মধ্যে আরো চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফখরুল আমিন খান, প্রাক্তন কনসালটেন্ট ডা. এম আর ইসলাম, কনসালটেন্ট ডা. নুর মোহাম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট এন্ড্রক্রাইনোলজিস্ট ডা. মারুফা মোস্তারী। এ সময় উপস্থিত ছিলেন, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, এবি ফাউন্ডেশনের সমন্বয়কারী জয়ন্ত কুমার রায় ও এবি পরিবারের সদস্যগণ।

Spread the love