মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বলাইবাজারে পাগলাকালি চড়ক পূজা পালিত

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ চিরিরবন্দরে পাগলাকালি চড়ক পূজা পালিত হয়েছে।

গত সোমবার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বলাইবাজার নামক স্থানে বিকেল সাড়ে ৫ টায় পাগলাকালি চড়ক পূজা পালিত হয়।

দিনাজপুর জেলার সদর উপজেলার রাজারামপুর গ্রামের রীতা রাণী পাতা হিসেবে চড়ক ঘুরেন।

এসময় আশেপাশের কয়েকটি গ্রামের আনুমানিক ১০ সহ¯্রাধিক দর্শক উপস্থিত ছিলেন। রীতা রাণী আয়োজকদের কাছ থেকে ১৫ হাজার টাকা ছাড়াও দর্শক ও পূজারীদের কাছ থেকে সর্বমোট ৩৫ হাজার ৩ শত ৫০ টাকা উপহার হিসেবে পান।

রীতা রাণী জানান, গত ৩ দিন যাবত তিনি এ চড়ক খেলা দেখিয়ে বেড়াচ্ছেন। এজন্য তাকে ৩ মাস আগে পর্যন্ত প্রস্তুতি নিতে হয়েছে।

আয়োজক কমিটির ভরত চন্দ্র ও কাঞ্চন রায় জানান, প্রতিবছর তারা এ পূজা করে থাকেন। তবে এবার মহিলা দিয়ে চড়ক পুজা করায় দর্শক বেশি হয়েছে।

Spread the love