মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বাসের ধাক্কায় পথচারী ১ জন নিহত, আহত ২

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের চিরিরবন্দরে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী কোচের ধাক্কায় পথচারী আব্দুল মজিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

নিহত আব্দুল মজিদ উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্টুশাহ্পাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে। আহতরা হলে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মোক্তারুল হোসেন (২২) ও আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের রিয়াজুল ইসলাম (৪০)। তাদের আশংকাজনক অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) রাত ৮ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর রাণীরবন্দর বাজরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে দিনাজপুরগামী একটি বি.আর.টিসি বাস রাণীরবন্দর বাজারে এসে পৌচ্ছালে নিয়ন্ত্রয়ণ হারিয়ে  রাস্তায় থাকা পথচারীদের সজোড়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই আব্দুল মজিদ (৭০) নামে একজনের মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জি এম শামসুন্ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love