শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ভিয়াইল ইউনিয়নে উন্মুক্ত বাজেট বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নে গত ৩১ মে ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে৷ ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং এসইউপিকে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শাহ্‌ মতিউর রহমান চৌধুরী৷ অনুষ্ঠানে বিনা রানী রায়, ভবানী শংকর ব্যানার্জী, বাল্যবিবাহ বন্ধ প্রকল্প সমন্বয়কারী সুবির কুমার কর, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ও কমলেশ রায় এবং শিশু ফোরাম সদস্য লাবন্য আক্তার টুম্পা ও তাজনিন নাহার প্রমুখ বক্তব্য রাখেন৷ বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. আরিফুল ইসলাম৷ বাজেটে বিভিন্ন খাতে সম্ভাব্য আয় ধরা হয় ৭০ লাখ ৪৯ হাজার টাকা৷ এসময় উপস্থিত সকলে অত্র ইউনিয়নে আর একটিও বাল্যবিবাহ হবে না এবং বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন৷

Spread the love