শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ভিক্টরস্ ক্লাবের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের  চিরিরবন্দরে স্বনামখ্যাত ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ভিক্টরস্ ক্লাব এন্ড লাইব্রেরি কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপি ভিক্টরস টি-২০  ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে এ টুনার্মেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয় মাঠে। খেলার উদ্ভোধন করেন প্রকৌশলী বাবু রোহিনী কান্ত রায় ।

ভিক্টরস্ ক্লাবের সভাপতি ডা. রেজাউল ইসলামের পরিচালনায় ও সাধারন সম্পাদক মোকারম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, ইছামতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামনুর রশিদ, মহিলা কলেজের প্রভাষক বাবু বিষœুপদ রায়, প্রভাষক বাবু সন্তোষ কুমার রায়, অবসর প্রাপ্ত শিক্ষক মো. আমিনুল ইসলাম,শিক্ষক নুর ইসলাম,শিক্ষক নয়ন ইসলাম  প্রমূখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম, আনিসুর রহমান, সোহাগ হোসেন,মহাসিনসহ ভিক্টরস্ ক্লাবের সকল সদস্যবৃন্দরা। উদ্ভোধনী ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশগ্রহন করেন সৈয়দপুর স্পোর্টস একাডেমি ও দিনাজপুর মন্সিপাড়া ইয়াং ষ্টার ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথীবৃন্দ খেলাধুলার উন্নয়ন, শিক্ষা বিস্তার, বিদ্যুৎ উৎপাদন, জঙ্গী দমন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাসহ সহ বর্তমান সরকারের সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরেন। তারা শিক্ষার্থীসহ যুব সমাজকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে পড়াশুনার পাশাপাশি শরীর চর্চায় খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার সবাইকে আহবান জানান।

Spread the love