মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জালসা অনুষ্ঠিত

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলাকে শতভাগ স্কাউট জেলা ঘোষণার লক্ষ্যে চিরিরবন্দরে ৪ দিনব্যাপি  ৩১১-তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জালসা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ই নভেম্বর মঙ্গলবার রাত ৮টায় উপজেলার কারেন্টহাট ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের আয়োজনে মহাতাবু জালসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী। জেলা রোভার স্কাউট কমিশনার বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া নেকটার পরীক্ষা নিয়ন্ত্রক এল টি মো. ফজলে রাব্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, কোর্স লিডার এ এল টি নিলুফার ইয়াসমিন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউট সম্পাদক মো. জহুরুল ইসলাম। কোর্সে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ ৪২ জন অংশগ্রহন করেন।

Spread the love