শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে শিক্ষকের বেত্রাঘাতে প্রতিবন্ধি ছাত্রী আহত, হাসপাতালে ভর্তি

Chirirbandar photo 01.12-13মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নেশাগ্রস্ত শিক্ষকের নির্মম প্রহারে দ্বিতীয় শ্রেণির প্রতিবন্ধি ছাত্রী হরিপ্রিয়া রায় (৮) কে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত ৩০ নভেম্বর শনিবার উপজেলার রাজাপুর চারআনি বুড়িরহাট রেজি. বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির প্রতিবন্ধি ছাত্রী হরিপ্রিয়া রায় (৮) বাংলা ক্লাশে পড়া দিতে না পারায় স্কুলের শিক্ষক আতাউর রহমান তাকে বাঁশের কঞ্চি ও ডাস্টার দিয়ে বেদম মারপিট করে। মারপিটের এক পর্যায়ে ছাত্রীটি অজ্ঞান হয়ে পড়ে যায়। এ ঘটনায় পার্শববর্তী রাজাপুর বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী বাঁধা প্রদান করলে ওই শিক্ষক তার উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। তৎক্ষণাৎ এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল চিকিৎসাধীন ওই ছাত্রীর খোঁজখবর নেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, বিয়ষটির তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Spread the love