শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সর সাথে মডেল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে জনসম্পৃক্ততামূলক স্বাস্থ্য ব্যবস্থাপনার লক্ষে গ্রামীণ স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চৌগাছা-ঝিনাইদহ মডেল কমিটি সাথে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চৌগাছা-ঝিনাইদহ মডেল কমিটি পথপ্রদর্শক। এ দুটি মডেল কমিটি মাধ্যমে চিরিরবন্দরে জনসম্পৃক্ততামূলক স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। দেশের প্রান্তিক পর্যায়ে নানা ধরনের স্বাস্থ্য অবকাঠামো সৃষ্টি হলেও এখনও পর্যাপ্ত লোকবাল নেই। অনেক উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় বিভিন্ন পদ সৃষ্টি হয়নি। আবার অনেক জায়গায় পদ সৃষ্টি হলেও প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হয়নি। ফলে সেবা পেতে রোগীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা সমাধানে ‘চৌগাছা-ঝিনাইদহ মডেল’ কাজে লাগনো যেতে পারে।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আজমল হক এর সভাপতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিনাইদহ মডেল বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষনা পরিচালক, ডাঃ রুসেলী হক, রংপুর বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা:মোস্তাফিজুর রহমান, মডেল বাস্তবায়ন কমিটির জাতীয় পরামর্শক ডা:ইমদাদুল হক,প্রজেক্ট ডিরেক্টর ডা: ইকবাল আনেয়ার। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মো:গোলাম রব্বানী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবুর রহমান শাহ,মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক,আবাসিক মেডিকেল অফিসার মূর্তজা আল-মামুনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love