শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্বেচ্ছায় রক্তদান

Chirirbandar Bloodমো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরের রাণীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবে গত ১৭ মে শনিবার স্বেচ্ছায় রক্তদান ও ব­াড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে। এ স্বেচ্ছায় রক্তদান ও ব­াড গ্রুপিং কর্মসূচির উদ্বোধন করেন নজরুল পাঠাগার ও ক্লাবের সভাপতি বাবু নন্দীশ্বর দাস। স্বেচ্ছায় রক্তদান ও ব­াড গ্রুপিং অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সন্ধানীর মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ রক্ত সংগ্রহ করেন। রক্ত সংগ্রহ করেন সন্ধানীর রোগী কল্যাণ সম্পাদক সালমান মাহী রুহুল কাওসার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাওসীফ ইবনে মহিব,  দপ্তর সম্পাদক মোহাম্মদ সাফউদ্দীন সজল এবং সাধারণ সদস্য ইব্রাহীম খালিদ রুম্মান। উলে­খ্য যে, রাণীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবের ৬০ বছর পূর্তিতে দু’মাসব্যাপি অনুষ্ঠানের কর্মসূচির ধারাবাহিকতায় এ রক্তদান কর্মসূচি পালিত হয়।

Spread the love