শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ২দিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে ২দিন ব্যাপি দেশে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা ৷ অনুষ্ঠানে বাংলাদেশ গবেষণা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আকতার হামিদ দেওয়ান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সানজিদা মুসতাফী, ড. মাহবুবুর রহমান, মসিয়ার রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান,জন লিটন মুন্সী ও বৈজ্ঞানিক কর্মকর্তা তাপসি রাবেয়া প্রমুখ বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানূর রহমান৷ সেমিনারে ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান তর“বালা রায়, সকল সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিজ্ঞান শিক্ষকরা উপস্থিত ছিলেন৷ সেমিনার উপলক্ষে উপজেলা চত্বরে ২০টি ষ্টল দেয়া হয়৷

Spread the love