শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ৪ মাদকসেবীর কারাদন্ড

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দেশিয় চোলাই মদ পান করার সময়  ৪ মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনাটি গত ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মাঝিনা গ্রামের আদিবাসীপাড়ায় ঘটেছে। একটি গোপন সূত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাউল করিমের নেতৃত্বে থানা পুলিশের এস আই মো. লিটন আকন্দ ও আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় ৪ জনকে আটক করে। ধৃত হলেন-দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামের উকিল চন্দ্র রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় (২২), একই গ্রামের পরিমল চন্দ্র রায়ের ছেলে অপু রায় (১৯), নিপেন চন্দ্র রায়ের ছেলে অরুণ চন্দ্র রায় (২৫) এবং রামনগর গ্রামের জগদিশ চন্দ্র রায়ের ছেলে শান্ত রায় (২১)। চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবাউল করিম ঘটনাস্থলেই  ধৃতদের প্রত্যেককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে জরিমানা করেন। তাদেরকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love