বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দর উপজেলায় পল্লীশ্রীর উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

Chinirbondar pollyমো: জিন্নাত হোসেন: দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পল্লীশ্রী’র উদ্যোগে সরকারি কর্মকর্তাদের সাথে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গতকাল সোমবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লীশ্রী’র নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প আয়োজিত ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানীর সহযোগীতায় সরকারি কর্মকর্তাদের সাথে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পল্লীশ্রী’র প্রকল্প সমন্বয়কারী মোঃ মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ বেগম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, কারেন্টের হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ লিয়াকত আলী, উপজেলা সমবায় অফিসার আব্দুস সবুর, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার বিপ্লব কুমার মহন্ত, উপজেলা মৎস্য অফিসার সমর চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মোছাঃ শাহীন আক্তার, ধারনাপত্র পাঠ করেন আয়শা সিদ্দিকা ।

Spread the love