শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিলমারীতে আধুনিক পদ্ধতিতে ধান কর্তন প্রর্দশনী

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে কৃষি অধিদপ্তরের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে ধান কর্তন প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা মুরাদ হাসান বেগ। বুধবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের কিশামত বানু ব্লোকে আনুষ্ঠানিক ভাবে  আধুনিক পদ্ধতিতে ধান কর্তনের উদ্বোধন করেন প্রধান অতিথি।এই প্রথম চিলমারীতে ধান কর্তনের ক্ষেত্রে আধুনিক যন্ত্রাদী ব্যবহার করা হলো।২ মাস পূর্বে মজাইডাংগা কৃষক সংগঠণে উপজেলা কৃষি অফিস থেকে বিনা মূল্যে আধুনিক যন্ত্রাদী সরবরাহ করা হয় এবং কয়েক জন কৃষককে  সকল যন্ত্রাদী ব্যবহার ও পরিচালনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

কম্বাইন্ড হার্বেষ্টার দিয়ে একই সঙ্গে ধান কর্তন, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দী করা হয়। এতে এক একর জমিতে সাড়ে সাত লিটার ডিজেল প্রয়োজন হয়। অপরদিকে রিপার মেশিন দিয়ে মাত্র সোয়ালিটার পেট্রল খরচ করে এক ঘন্টায় এক একর জমির ধান কর্তন করা যায়। এতে কৃষকের ধান কর্তন, পরিশ্রম ও পরবর্তি ব্যয় অনেকাংশে কমে যায়। এ ব্যাপারে প্রধান অতিথি বলেন, এ ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করে কৃষির যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খালেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী, উপ সহকারী কৃষি অফিসার সাইদ হোসেন আনছারী ও জাহিদ হোসেন আনছারীসহ স্থানীয় কৃষকরা।

Spread the love