শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিলমারীতে উন্নয়ন মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি ॥ “শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন”“উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ”শ্লোগান নিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগণের মাঝে তুলে ধরতে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।

পরে মেলা প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী, রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার।

আরও বক্তব্য রাখেন- নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহফুজার রহমান সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার দিপক কুমার বণিক,কৃষি অফিসার মোঃ খালেদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, চিলমারী থানার ওসি কৃষ্ণ কুমার সরকার প্রমুখ।

৩ দিন ব্যাপি উন্নয়ন মেলায় উপজেলার সরকারি ও বেসরকারি সংস্থা মিলে মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

Spread the love