শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিলমারীতে দুদিন ব্যাপী পণ্ডিত বইমেলা ও লেখক সম্মিলনী’র উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে দুই দিনব্যাপী পণ্ডিত বইমেলা ও লেখক সম্মিলনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় থানাহাট এ ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার শুভ উদ্বোধন করেন বরেণ্য কথা সাহিত্যিক ডাঃ হুমায়ুন কবির।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পণ্ডিত বইমেলা ও লেখক সম্মিলনীতে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক, কবি, সাহিত্যিক ও কলামিস্ট আনিসুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, গীতিকার-উপন্যাসিক আবু রায়হান, দৈনিক প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সফি খান প্রমুখ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মেলা উদযাপন পর্যদের সদস্য সচিব বশির আহমেদ।  মেলায় ঢাকা থেকে আগত সময় প্রকাশনী, বাবুই প্রকাশনীসহ উল্লেখ্যযোগ্য প্রকাশনীর ১০টি বইয়ের স্টল রয়েছে।

Spread the love