শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চীনে থানায় বোমা হামলায় নিহত ১৩

Chinচীনের শিনজিয়াং প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে হামলা চালালে পুলিশের গুলিতে ১৩ হামলাকারী নিহত হয়েছেন। আজ শনিবার দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, ওই অঞ্চলের এক থানায় হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে হত্যা করা হয়। এদিকে চীন কর্তৃপক্ষ ওই প্রদেশে ক্রমবর্ধমান হামলার ঘটনাগুলোর জন্য জিনজিয়াংয়ের উইঘুর মুসলিম সম্প্রদায়কে দায়ী করেছে। ওই এলাকায় বার বার এ ধরণের হামলার পর সম্প্রতি চীন সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে শিনহুয়া জানায়, দক্ষিণ জিনজিয়াংয়ে ইয়েচেং কাউন্টির সরকারি নিরাপত্তা ব্যুরোর ভবনে গাড়ি নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা অনেকগুলো বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ গুলি করে ওই ১৩ হামলাকারীকে মেরে ফেলেছে। এঘটনায় তিন পুলিশ সামান্য আহত হয়েছেন। এ হামলার ঘটনায় বেসামরিক কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সরকারি ওয়েবসাইট তিয়ানশানে জানায়, শনিবার জিনজিয়াংয়ের কাশগর এলাকার কারগিলিক কাউন্টির এক পুলিশ স্টেশনে বোমা হামলা চালায় ওই হামলাকারীরা। পরে পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তিন পুলিশও আহত হয়েছে। তবে এ হামলা সম্পর্কে বিস্তারিত জানায়নি ওই ওয়েবসাইটটি। চীনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ঝিনজিয়াং প্রদেশটি সংখ্যালঘু উঘুর মুসলিমদের বাসস্থান। সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলটিতে বেশ কয়েকটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য উঘুরদের দায়ি করে থাকে চীনা কর্তৃপক্ষ। গত মে মাসে এ প্রদেশের রাজধানী উরুমকিতে বোমা হামলায় ৩৯ জন নিহত হয়েছিলেন। গত মার্চে কুনমিং শহরের রেলওয়ে স্টেশনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছিলেন ২৯ জন।

Spread the love