বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ছাত্রের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ২১ ছাত্র নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত আরো ১৫ জন।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে প্রদেশটির আনশুন শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে।

এক বিবৃতিতে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে হংশ্যান হ্রদে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরেক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, শিক্ষার্থী ছাড়াও বাসটিতে অন্যান্য যাত্রী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি সড়কের অন্তত পাঁচটি লেনে ট্রাফিক বেষ্টনী না মেনে অন্যপ্রান্তে যায়।

পরে সেটি সড়কের রেলিংয়ে আঘাত হেনে হ্রদে উল্টে যায়। এ সময় দুর্ঘটনা কবলিত বাসের অন্তত ১৫ আরোহীকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরুর তথ্য জানিয়েছে।

Spread the love