শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চীনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮

03. Road accidentগত শনিবার ভোররাতে চীনের মধ্যাঞ্চলে দাহ্য জ্বালানী বাহী লরীর সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা হটে। আর এই মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ৩৮ যাত্রী এবং আহত হয়েছে ৫ যাত্রী। বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, হুনান প্রদেশের একটি মহাসড়কে ওই সংঘষের্র পরপরই প্রচন্ড বিস্ফোরণ ও মারাত্মক অগ্নিকান্ড ঘটে। এতে যাত্রীসহ পাঁচটি যানবাহন পুড়ে যায়। ভোররাত ৩টায় আগুন ধরলেও সকাল ৮টায় তা পুরোপুরি নেভানো সম্ভব হয়। এর আগে গত বছর জুন মাসে চীনের ফুজিয়ান প্রদেশের শিয়ামেন শহরে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ৪২ জনের মর্মামিত্মক মৃত্যু হয়েছিল। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চীনে ২০০৩ সালে সড়ক দুর্ঘটনায় যেখানে নিহত হয়েছিল এক লাখ ৪,০০০ মানুষ সেখানে ২০১২ সালে তা কমে ৬০ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এই নয় বছরে সড়ক দুর্ঘটনায় গড়ে দৈনিক ১২৫ ব্যক্তির মৃত্যু কমানো সম্ভব হয়েছে।

 

Spread the love