শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চীন সম্পর্কে সাবধান মোদি

04. Narendra Modiভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আবেগে না-ভেসে সতর্ক হয়ে পা ফেলার কথা ভাবছেন । রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই ব্যাখ্যা দেয়া হয়েছে। তবে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে তার সরকার। জানা যায় চলতি মাসের শেষে পঞ্চশীলের ষাট বছর উদযাপন হবে বেইজিংয়ে। কিন্তু আমন্ত্রণ পেয়েও বেইজিং যাচ্ছেন না মোদি। উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আগামী কয়েক মাসে দু’দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী পর্যায়ে পাঁচ-ছ’বার বৈঠক হবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের বৃহত্তম বাণিজ্য শরিক চীন। বর্তমান প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং চীনে ক্ষমতায় আসার অনেক আগে থেকেই দ্বিপাক্ষিক বাণিজ্যে মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে ভারত। যত ভারতীয় পণ্য চীনে রফতানি হয়, তার চেয়ে বহু গুণ আমদানি হয়ে আসে এ দেশে। তাই ও দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য রক্ষাটা মোদি সরকারের চ্যালেঞ্জের মধ্যে পড়ে। প্রতিযোগিতার মাধ্যমেই যে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে চান তিনি, সে কথা আজ নিজেই স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার একটি বই প্রকাশ অনুষ্ঠানে মোদি বলেন, ‘‘চীনের সঙ্গে প্রতিযোগিতায় যেতে হলে তিনটি বিষয়ে আমাদের জোর দিতে হবে দক্ষতা, মান এবং কাজের গতি। আজকের বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মহম্মদ আকবরুদ্দিন জানিয়েছেন, ‘‘নির্দিষ্ট কিছু বাণিজ্যিক প্রকল্প নিয়ে সবিস্তার কথা বলেছেন দু’দেশের নেতৃত্ব। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, ভারতের মাটিতে চিনের বিনিয়োগ বাড়ানোর মতো বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পকের্র চিরকালীন সমস্যাগুলোও খোলাখুলি ভাবে উঠে এসেছে।’’ অর্থাৎ স্টেপল ভিসা থেকে অরুণাচল, দক্ষিণ চীনা সাগরে বেজিং-এর অতিসক্রিয়তা থেকে সীমান্তে অনুপ্রবেশের মতো বিষয়গুলি নিয়ে আজ সরব হয়েছেন সুষমা। রাজনৈতিক সূত্রের খবর, চীন-নীতির প্রশ্নে কঠোর অবস্থান নিয়ে চলার জন্য মোদি সরকারের ওপর চাপ দিয়ে চলেছে সক্সঘ পরিবার। চীনা বিদেশমন্ত্রী নয়া দিল্লিতে পা দেয়ার ঠিক আগে আরএসএস মুখপাত্র রাম মাধব একটি নিবন্ধ লিখে চীন সম্পর্কে মোদি সরকারকে সতর্ক করেছেন। রাম মাধবের বক্তব্য, ‘পাকিস্তান নিয়ে ভারতীয় নেতৃত্ব সর্বদা দুশ্চিন্তায় থাকে। কিন্তু ভুলে গেলে চলবে না, বিদেশনীতির প্রশ্নে বেইজিং ইসলামাবাদের তুলনায় অনেক বড় চ্যালেঞ্জ।’ এর কারণ ব্যাখ্যা করে আরএসএস কর্তা বলেছেন, চিনে সরকারের থেকে অনেক বেশি শক্তিশালী ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’। সে দেশের শাসক কমিউনিস্ট পাটির্র ওপর তার প্রভাব সরকারের তুলনায় বেশি। চীনা নেতৃত্বের সঙ্গে নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক ভালো। কূটনৈতিক শিবিরের একাংশ এ কথাও মনে করেন, আমেরিকার সঙ্গে মোদির দীর্ঘমেয়াদি শীতলতার কারণেই বেইজিং বরাবর বাড়তি গুরুত্ব দিয়ে এসেছে মোদিকে। একাধিক বার চীন সফরে গিয়েছেন মোদিও। এই প্রসঙ্গে কিছুটা সতর্ক করে দেয়ার সুরেই রাম মাধব বলেছেন, ‘ভারতীয় নেতাদের কে ক’বার চীনে গিয়েছেন, ও দেশের সঙ্গে কূটনৈতিক সমীকরণ তৈরির প্রশ্নে সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। তাদের কূটনীতিতে ছলাকলার অভাব নেই। এই মুহূর্তে সার্ক দেশগুলোকে সঙ্গে নিয়ে গোটা দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেয়ার একটি পরিকল্পনা রচনা করছেন মোদি। পাশাপাশি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নও মোদির অগ্রাধিকারে রয়েছে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সখ্য রয়েছে মোদির। আগামী মাসেই টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাণিজ্যের ক্ষেত্রে বড় মাইলফলক তৈরির জন্য একযোগে কাজ শুরু করেছে নয়াদিল্লি ও টোকিও। এর পর সেপ্টেম্বরে ওয়াশিটংনে বারাক ওবামার সঙ্গে বৈঠকের দিন ধার্য হচ্ছে মোদীর। এই অবস্থায় চীনের সঙ্গে বাড়তি ঘনিষ্ঠতা তৈরি করাটা মোদির পক্ষেও সমস্যার। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিববতের নির্বাসিত সরকারের প্রধানমন্ত্রী লোবসাং সানগেকে নিমন্ত্রণ করার বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমন্ত্রণ করা হয়েছিল তিববত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দোলমা গাইরিকেও। এই ঘটনার পর চিনের গাত্রদাহ আরো বাড়িয়ে তিববত সরকারের ওয়েবসাইটে লেখা হয় এই প্রথম অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে একাসনে বসার স্বীকৃতি পেল কেন্দ্রীয় তিববতি প্রশাসনের মন্ত্রীরা। বিষয়টি নিয়ে মোদি সরকার নীরব থাকলেও চীনা নেতৃত্ব প্রতিবাদ এবং অভিযোগ জানিয়েছে দিল্লির কাছে। আজকের বৈঠকেও বিষয়টি ওঠে। বাজপেয়ী সরকারের প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ ১৬ বছর আগে চীনকে এক নম্বর শত্রম্ন বলে চিহ্নিত করার পর দু’দেশের মধ্যে বাণিজ্য-সহ সব আলোচনা ভেস্তে যায়। এ বার যাতে তার পুনরাবৃত্তি না হয়, বিদেশমন্ত্রীকে সে দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার ওয়াং বৈঠক করবেন মোদির সঙ্গে। মুখপাত্রের কথায়, ‘‘চীন যাতে ভারতে বিনিয়োগ বাড়ায় সে জন্য আমরা চেষ্টা করছি। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দু’দেশের বাণিজ্য ঘাটতি কমতে পারে।

Spread the love