বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্ররাজনীতির অর্জনের থলের নীচের ফুঁটোটা আর কত বড় হবে কে জানে!

দৃশ্যপট থেকে এশা সম্পুর্ণ বিদায় হওয়ার আগেই রনি এসে হাজির। নতুন নামে নতুন চেহারায় এদের এই বিরামহীন আসা যাওয়ার কল্যাণে পাড়া মহল্লার অলস আড্ডাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। গভীর রাতের টিভি বৈঠকে চোখ সেটে রাখে দর্শক। আমাদের রাজনীতির মহাপন্ডিতেরা, আমাদের শিক্ষা বানিজ্যের মহাজনেরা, আমাদের জাতীয় বিবেকের মহাজ্ঞানীরা বিশাল বিশাল তত্ব নিয়ে হাজির হন পত্রিকার পাতায়, টিভির আলোকোজ্জ্বল পর্দায়, সভা-সেমিনারের বাহারী সব আয়োজনে। কি পাওয়া যায় এসব থেকে? টিভিওয়ালারা তাদের টিআরপি বাড়িয়ে নেন, খবরের কাগজের প্রথম পাতার শীর্ষে জ্বলজ্বল করে জ্বলতে থাকে তাদের সার্কুলেশন বেড়ে যাওয়ার দম্ভ, টকশো স্টারেরা ফেসবুকের পাতায় বিজ্ঞাপন দিয়ে দাওয়াত দেন তাদের টিভি-উপস্হিতি উপভোগ করার। সাধারন জনতা টিভির দেশোদ্ধার সমাপান্তে মধ্যরাতে গেন্জির ভেতর দিয়ে হাত ঢুকিয়ে মেরুদন্ড বরাবর চুলকানোর ব্যর্থ চেষ্টা করতে করতে শুতে যান।

নব্বই আন্দোলনের সাফল্যের আতিশয্যে ছাত্ররাজনীতির তখন রমরমা অবস্হা। দলভেদে শীর্ষ নেতারা একেকজন বীরের মর্যাদায় মানুষের মনের মধ্যে গেঁথে বসে আছেন। বায়ান্ন নাকি বাষট্টি নাকি ঊনসত্তর বা একাত্তর নাকি নব্বই, কোনটা মহান এসবের ব্যবচ্ছেদের মধ্যে দিয়ে বিজয় অর্জনের মধুচন্দ্রিমার সময়গুলো পার হতে থাকে। কিন্তু হঠাৎ এই বিজয়গাঁথার বর্ণিল পাতায় ঝোপ ঝোপ কালো রঙের দাগ ভেসে উঠতে থাকে। অনৈতিকতার অভিযোগ উঠে বীরদের বিরুদ্ধে। স্বৈরাচারের পক্ষাবলম্বন দোষে দুষ্টদের তথাকথিত কালো তালিকা তৈরীতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এ তালিকায় নাম থাকার কথা শোনা যায় সর্ব শাসনামলের সর্বোচ্চ সুবিধাভোগী বাংলাদেশী আদমজী, ইস্পাহানিদের। ভীত সন্ত্রস্ত উৎপীড়ক তার পরিত্রানের পথ খুঁজে পায় উৎকোচে। ছাত্রনেতাদের হঠাৎ ধনী হয়ে যাওয়ার গল্প ভেসে বেড়াতে থাকে বাতাসে। স্বাধীনতাত্তোর ছাত্ররাজনীতির শরীরে কি তবে সেদিন থেকেই লাগতে শুরু করে কলংকের কালি!

আশির দশকের আশিভাগ জুড়ে স্বৈরাচারের বড় আতংকের নাম ছিলো ছাত্র আন্দোলন। তিরাশির মধ্য ফেব্রুয়ারিতে যার শুরু। জয়নাল, দীপালি, রাউফুন বসুনিয়ারা তাদের অশরীরি উপস্হিতি দিয়ে আন্দোলনের গতিপথ নিয়ন্ত্রন করতে থাকে। ছাত্র আন্দোলনের সেই ঝলমলে দিনগুলিতে আমাদের সামগ্রীক রাজনীতিও যেন তার দেউলিয়াত্ব থেকে বাঁচার পথ খুঁজে পায়। ভীত স্বৈরাচার তাই সবচেয়ে বড় আঘাত হানতে চায় ছাত্ররাজনীতির মূলে। সরকারি ঘোষনা আসে ছাত্ররাজনীতি বন্ধে। ‘হাত দিয়ে বল সূর্যের আলো রুধিতে পারে কি কেউ, আমাদের ধরে ঠেকানো যাবেনা গণজোয়াড়ের ঢেউ’- প্রবল রোষে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। শেকল ভাঙার সে গানে একসাথে কণ্ঠ মেলায় সবাই। আহা কি সৌন্দর্য সেই ছাত্ররাজনীতির! ভেস্তে যায় স্বৈরাচারি পরিকল্পনা। নতুন একটা কৌশলের আশ্রয় নেয় স্বৈরাচার-কাঁটা দিয়ে কাঁটা তোলা নীতি। গঠিত হয় ‘জাতীয় ছাত্র সমাজ।’ সুস্হ্য ছাত্ররাজনীতির প্রবল প্রতিরোধের মুখে দাঁড়াতে পারেনা এই অপশক্তিও।

আজকের প্রেক্ষাপটে নব্বই উত্তর আমাদের রাজনৈতিক ছাত্র সমাজের ভুমিকা বিশ্লেষন করাটাও খুবই প্রাসঙ্গিক। নিরপেক্ষ এবং নির্মোহ বিশ্লেষন করতে পারলে সহজেই জানা যাবে গত আঠাশ বছরে ছাত্র সংগঠনগুলোর অর্জন কি? জাতীয় প্রয়োজনে অতীতে এদের তেজোদ্দিপ্ত অংশগ্রহণ শুধু জাতীয় সাফল্যই এনে দেয়নি বরং অনেক ক্ষেত্রে জাতীয় রাজনীতিকেও সঠিক পথের দিশা খুঁজে পেতে সাহায্য করেছে। নব্বই-এ ড. মিলন হত্যা পরবর্তী রাজনীতি সেটারই স্বাক্ষ্য দেয়। কিন্তু তৎপরবর্তীতে রাজনীতির এই অংশটা নিতান্তই নিস্প্রভ। নব্বই পরবর্তী তথাকথিত গণতান্ত্রিত ব্যবস্হা দেশকে কি এমন দুধের নহরে ভাসালো যে ছাত্ররাজনীতি এতটা অকার্যকর হয়ে পড়লো? ভোগবাদীতার সুখসাগরে(!) ডুব দিয়ে কেন হীরা মানিকের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লো একসময়ের তেজী তারুণ্য? ছাত্ররাজনীতিকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে এ প্রশ্নের জবাবটাও জানা জরুরী। কিন্তু জবাব দেবে কে? প্রজন্মান্তরে নেতৃত্ব বিকাশের পথে যাদের সিঁড়ি হিসেবে দাঁড়ানোর কথা তাঁরা সেটা করেননি। বরং নিজেরাই ছাত্ররাজনীতির কচি পিঠে সওয়ার হয়ে পৌঁছে গেছেন মন্জিলে মকসুদে। দু’টাকা পাঁচ টাকার মুলো ঝুলিয়ে রাজনৈতিক বেশ্যাবৃত্তির দালাল বানানো হয়েছে ছাত্র রাজনীতির কর্মীদের। মন্ত্রী এমপি হওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা ভিসি হওয়ার জন্য, মোটা লাভের টেন্ডার বাগানোর জন্য নিয়মিত ব্যবহার করা হচ্ছে ক্ষমতার রাজনীতির নামাবলি গায়ে জড়ানো এইসব বিভ্রান্ত তরুণদের। সমাজের সভ্য অংশ কখনও সখনও মিনমিন করে ঠোঁট নেড়েছে-‘ছাত্ররাজনীতির নামে এ অপসংস্কৃতি বন্ধ করা হোক। চাইনা এমন ছাত্ররাজনীতি।’ আশ্বিনের ক্ষ্যাপা সারমেয় ঘেউ ঘেউ করে উঠেছে-‘ঐতিহ্যের ছাত্ররাজনীতি বন্ধের চক্রান্ত রুখে দাও।’ মানুষ ঠিকই বোঝে এ সারমেয়-আস্ফালন ছাত্ররাজনীতির ঐতিহ্য বাঁচানোর নিমিত্তে নয়, স্বার্থ সিদ্ধির হাতিয়ার হারানোর অাশংকায়। এ কারনেই বদরুলের ‘বদরুল’ হয়ে ওঠায় কিংবা ঘৃণায় উচ্চারিত হওয়া এশা রনিদের নামের পেছনে কোনও না কোনও লোমশ কালো হাতের কুটিল উপস্হিতি থাকেই।

ছাত্ররাজনীতির অর্জনের থলের নীচের ফুঁটোটা আর কত বড় হবে কে জানে!

 

লেখক-সুভাষ দাশ।

কলামিষ্ট ও রাজনীতিবিদ।

বীরগঞ্জ,দিনাজপুর

Spread the love