শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছুটির দিনেও দিনাজপুর সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অব্যাহত

মো: ইউসুফ আলী ঃ এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বাছেদ মন্ডল এর নেতৃতে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে ছুটির দিনেও ১১ আগষ্ট রোববার সকালে শিক্ষক ও কর্মচারিদের সমন্বয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করে আবর্জনা গুলো পুড়িয়ে ফেলা হয়।
এ সকল কার্যক্রম পরিচালনা কাজে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ দাইমুল ইসলাম, গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মনসুর রহমান, রোভারের ভারপ্রাপ্ত অধ্যাপক একেএম আল আব্দুল্লাহ, ম্যাগাজিন প্রকাশনা কমিটির আহবায়ক সহযোগি অধ্যাপক মোঃ লাল মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ নুরে আলম সিদ্দিকী প্রমুখ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ডেঙ্গু প্রতিরোধের এই অভিযান অব্যাহত থাকবে।

Spread the love