শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলে ধরা গুজবকে নিয়ন্ত্রনে সচেতনতামূল মাইকিং এবং ক্যাম্পিং অনুষ্ঠিত

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥ গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি প্রতিরোধে দিনাজপুরের বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিনের নেতৃত্বে সচেতনতামূল মাইকিং এবং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন বলেন, গুজবে আতঙ্কিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না। পদ্মা সেতুতে মাথা বা মানুষের রক্ত কোনটাই লাগবে না। কোনও ধরণের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করা, অথবা যে কোনও পরিস্থিতিতে কাউকে গণপিটুনি দেওয়া ফৌজদারী অপরাধ। গণপিটুনির ফলে কোন ব্যক্তির মৃত্যু হলে সেটি হত্যাকান্ড হিসেবে বিবেচ্য এবং এতে অংশ নেয়া প্রত্যেকেই আলাদাভাবে দন্ডনীয় অপরাধী। ছেলে ধরা বা কোন ব্যক্তিকে কোন অপরাধের সাথে সম্পৃক্ত মর্মে সন্দেহ হলে কোনক্রমেই আইন নিজ হাতে তুলে নিবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। সংশ্লিষ্ট কারও নম্বর সংগ্রহে না থাকলে ৩৩৩ নম্বরে কল করে জেলা/উপজেলা প্রশাসন; অথবা ৯৯৯ নম্বরে কল করুন।

Spread the love