শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনজীবনের সংকট নিরসনে রংপুরে মিছিল

রংপুর প্রতিনিধি: জনজীবনের সংকট নিরসনে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল, প্রতি পরিবারে অন্তত একজন বেকারের চাকুরী, ৪ জনের পরিবারে মাসে ৮০০ টাকায় রেশন, বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারসহ ১৩ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী, রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের আবাদী জমি ও বাস্তভিটা রক্ষা সংগ্রাম কমিটির উপদেষ্টা বীরেন শীল। সমাবেশটি পরিচালনা করেন দলের রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ।

বক্তারা, উল্লেখিত দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান। সেইসাথে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। অবস্থান কর্মসূচি শুরুর পূর্বে লাল পতাকা, ফেস্টুন সম্বলিত প্রায় ২ সহস্রাধিক মানুষের মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Spread the love