বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জমির মালিককে হুমকির অভিযোগ

কাশী কুমার দাস স্টাফ রিপোর্টার : একই জমি ২ বার কিনে প্রকৃত জমির মালিক ৪নং শেখপুরা ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের উপেন্দ্রনাথ রায়ের পুত্র ধনপতি রায় ও মৃত দেবেন্দ্রনাথ রায় এর পুত্র শম্ভূনাথ রায় প্রতিবেশী প্রভাবশালীদের ভয়ে নিজ বাড়ী ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছে।

কোতয়ালী থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের ধনপতি রায় ও শম্ভূনাথ রায় গংরা ১৯৮৭ সালে প্রতিবেশী মরহুম রমজান আলীর নিকট হতে দাগ নং-৫০০ জমির পরিমাণ-২.৯৬ একর, ৪৯৯ দাগের জমির পরিমাণ-১.৩৯ একর, খতিয়ান নং-১৬৪, মৌজা- দক্ষিণ শিবপুর গ্রামে জমি ক্রয় ও খাজনা খারিজ করে ভোগ দখল করে আসছিল। এই বিক্রয় গোপন রেখে বিক্রয়কারী রমজান আলী কৃষি ব্যাংক হতে ঋণ নেয়। কৃষি ব্যাংক এ ব্যাপারে ডিক্রি জারী করে নিলাম করে দিলে ধনপতি রায় ও শম্ভূনাথ রায় নিলামে ব্যাংকের নিকট হতে আবারো জমিটি ক্রয় করে খাজনা খারিজসহ ভোগ দখল করে আসছিলেন। হঠাৎ করে কিছুদিন পূর্বে তাঁর ২ পুত্র আনোয়ারম্নল ইসলাম ও মোঃ রেজাউল ইসলাম (বাবু) বেআইনীভাবে উক্ত জমি দখলের জন্য ধনপতি রায় ও শম্ভুনাথ রায় গংদের কাটা ধান জোর করে নিয়ে যায়, বিভিন্ন ধরণের ভয়-ভীতি, হুমকি-ধুমকিসহ প্রাণনাশের চেষ্টা চালায় এবং তাদেরকে জমিতে হাল দিতে বাধা দিলে বাধ্য হয়ে জমির মালিকরা ১৩ ডিসেম্বর কোতয়ালী থানায় অভিযোগ করে। এ ব্যাপারে ধনপতি রায় ও শম্ভুনাথ রায় অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এই জমিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলেই জমির মালিকরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

Spread the love