শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জমি লিজ নিয়ে সবজি চাষ করে বেকারত্বকে জয় করেছেন বোচাগঞ্জের দুই যুবক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি৷৷ বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের জাবারীপুর গ্রামের শিক্ষিত যুবক মোঃ রনিউজ্জামান ও কেরালগাঁও গ্রামের মোঃ সাদেকুল ইসলাম চাকুরীর পিছনে না ছুটে নিজের কর্ম পরিকল্পনায় সেতাবগঞ্জ সুগার মিলের অধীন টেনা ফার্মের প্রায় সাড়ে ৪ একর জমি স্বল্প মেয়াদি লিজ নিয়ে সেখানে বিভিন্ন জাতের সবজি যেমন করলা, লাউ, শসা ও চিচিংগা আবাদ করে অল্প সময়ের মধ্যে ব্যাপক সফলতা পেয়েছেন৷ জমি থেকে উত্পাদিত সবজি বাজারে বিক্রি করে এখন তারা আর্থিকভাবে স্বাবলম্বি হয়ে বেকারত্বকে জয় করেছেন৷ শিক্ষিত যুবক রনি ও সাদেকুল জানান, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও ভাল কোন চাকুরী না পাওয়ায় তারা হতাশ হয়নি৷ নিজেদের কিছু জমি আবাদের পাশাপাশি তারা দুইজনে ঠিক করেন সবজি চাষে মনযোগি হবেন৷ কিন্তুু সবজি চাষের জন্য উঁচু জমি প্রয়োজন সে জন্য তারা সেতাবগঞ্জ চিনিকলে আওতাধীন টেনা ফার্মের প্রায় সাড়ে ৪ একর জমি স্বল্প মেয়াদি ৬/৭ মাসের জন্য বিশ হাজার টাকা দিয়ে লিজ নেয়৷ জমি লিজ নেওয়ার পর পরই নিজেরা ও স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে সেখানে তারা ২ একর জমিতে হাইব্রিড করলা, ১ একর জমিতে হাইব্রিড শসা, ১ একর জমিতে হাইব্রিড চিচিংগা ও হাফ একর জমিতে হাইব্রিড লাউ বাগান করে৷ সব মিলে সবজি বাগান করতে তাদের প্রায় ১ লাখ টাকা খরচ হলেও এখন পর্যন্ত তারা প্রায় ৮০ হাজার টাকা সবজি বাজারে বিক্রি করেছে৷ আগামী জুন মাসের শেষ পর্যন্ত তাদের বাগানের সবজি তারা বাজারে বিক্রি করতে পারবে বলে তারা জানান৷ যা দিয়ে তাদের সব খরচ বাদ দিয়ে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা মুনাফা হবে বলে তারা আশাব্যক্ত করেন৷ বিভিন্ন জাতের সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ায় আগামীতে তারা প্রায় ১০ একর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করবেন বলে মনস্থির করেছেন৷ তাদের এই সবজি বাগানের সফলতা দেখে অনেকেই সবজি চাষে আগ্রহ প্রকাশ করছেন৷ এব্যাপারে বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসের নাফানগর ব্লকের এস,এ,এ,ও মোঃ জাহিরুল ইসলাম জানান, বেকার যুবক রনি ও সাদেকুল মিলের জমি লিজ নিয়ে সবজি বাগান করে যে সফলতা পাচ্ছেন তাকে আমরা সাধুবাদ জানাই৷ বোচাগঞ্জ কৃষি বিভাগ তাদেরকে সব সময় সবজি চাষে ব্যাপক উত্সাহ ও পরামর্শ দিচ্ছে৷ তাদের দেখা দেখি এই অঞ্চলের মানুষ বিভিন্ন সবজি চাষে আগ্রহ দেখাচ্ছে৷ এভাবে বিভিন্ন সবজির চাষ বৃদ্ধি পেলে এই এলাকার মানুষ অল্প সময়ে অল্প পুঁজিতে দারুন ভাবে লাভবান হবেন৷ জমি লিজ নিয়ে বিভিন্ন সবজি চাষাবাদ করে বোচাগঞ্জের দুই যুবক প্রমান করেছেন চাকুরির পিছনে না ছুটে নিজের ভাগ্যের পরিবর্তনে মেধা ও শ্রম দিলেই আর্থিক ভাবে স্বাবলম্বি হওয়া সম্ভব৷

 

Spread the love